৩ জানুয়ারি ঢাকার মহাসমাবেশ সফল করুন : আনোয়ার চৌধুরী

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪ পিএম
৩ জানুয়ারি ঢাকার মহাসমাবেশ সফল করুন : আনোয়ার চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধ, জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর খুনীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে "হ্যাঁ" ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে আগামী ৩ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল শাখার সর্বস্তরের জনশক্তিকে দলে দলে যোগ দিয়ে উক্ত মহাসমাবেশকে সফল করতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) বিআইএ অফিসে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জরুরী কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী মুহাম্মদ ইসহাক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম প্রমুখ।