সাতক্ষীরা জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের উদ্যোগে গঠিত জনসেবামূলক সংগঠন ‘প্রবীণ কল্যাণ সংস্থা’ সরকারি নিবন্ধন পেয়েছে। রোববার জেলা সমাজসেবা কার্যালয় থেকে সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়।
নিবন্ধন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উদ্যোক্তা ও সদস্যরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট সমাজসেবক মো. ফজলুর রহমান, চিকিৎসক ডা. সুশান্ত কুমার ঘোষ, প্রকৌশলী আবিদুর রহমান, কাজী আবু হেলাল এবং জেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান মৃধা।
নিবন্ধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা এই সংগঠন গড়ে তুলেছেন। তাঁদের লক্ষ্য-সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে যাঁরা চিকিৎসা ব্যয়ের কারণে বিপাকে পড়েন।
সংগঠনটির নেতারা জানান, ‘প্রবীণ কল্যাণ সংস্থা’ মূলত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় কাজ করবে। জরুরি ওষুধ কেনার অর্থ সহায়তা প্রদান, প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য।
তারা আরও বলেন, প্রবীণ কল্যাণ সংস্থার উদ্যোগে জেলার গরীব অসহায় মানুষকে ঔষধ, পথ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ বছরও অনুরূপ সহায়তার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সমাজসেবক ফজলুর রহমান জানান, তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামে আব্দুর রাজ্জাক মেম্বারের বাড়িতে আগামী সপ্তাহে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে তিন লক্ষাধিক টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।
জেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান মৃধা বলেন, প্রবীণদের নেতৃত্বে এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। সমাজসেবা অধিদপ্তর এ ধরনের মানবিক উদ্যোগকে সব সময় উৎসাহিত করে।
সংগঠনটির উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় ‘প্রবীণ কল্যাণ সংস্থা’ ভবিষ্যতে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য মানবসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে।