সেনবাগে ছিলোনিয়ায় অনুষ্ঠিত হলো দুই শিক্ষক বিদায় সন্ধিক্ষণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
সেনবাগে ছিলোনিয়ায় অনুষ্ঠিত হলো দুই  শিক্ষক বিদায় সন্ধিক্ষণ

নোয়াখালীর সেনবাগে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সন্ধিক্ষণ। উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশন এই বিদায় সন্ধিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন,নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এফজেএফ। এ সময় সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ কামাল, প্রফেসর হুমায়ন কবির, সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, বিদায়ী শিক্ষক আবদুস সাত্তার বিএসসি, সাবেক প্রধান শিক্ষক আবুল খায়ের,লায়ন শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।