আজ ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪ টায় সিলেট জেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন সিলেট -১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস। তিনি আসন্ন নির্বাচনে কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এতে উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্যের সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের অধীর বাউরি, চা শ্রমিক নেতা রবি মাল, মনি প্রধান, শ্রমিক সংগঠক মঞ্জুর রহমান রিপন, মেহেদী হাসান, সুনীল দাস,নারায়ণ দাস প্রমুখ ।
মনোনয়ন পত্র দাখিলের সময় প্রার্থী সঞ্জয় কান্ত দাস বলেন, গত ১৫ বছরে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। আওয়ামী আমলে ডামি নির্বাচন ভোট দেয়ার স্বাধীনতাকেও রুদ্ধ করেছিলো। অতীতে কালো টাকা, পেশিশক্তি, মিথ্যা আশ্বাসের খেলায় মানুষ প্রতিবার ঠকেছে। আমরা সব সময় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এ অধিকার হরণ করে বিগত সময়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়েছিল। ফলে বিগত এমপি, মন্ত্রীরা দেশের শ্রমজীবী, মেহনতী মানুষের কথা, তাদের আশা আকাঙ্ক্ষার কোনো তোয়াক্কা না করে বরং অবৈধ টাকায় বিদেশে ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন। এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সংগঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান ফ্যাসিবাদী ব্যবস্থা ও বৈষম্য বিলোপের চেতনা তুলে ধরেছিল। এই চেতনাকে ধারণ করে আমরা এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি।"
তিনি আরো বলেন 'বাসদ (মার্কসবাদী) এই নির্বাচনে কাঁচি প্রতীকে অংশ নিবে। কাঁচি প্রতীকে ভোট দিয়ে জনগণ লড়াই সংগ্রামের ধারাকে বিকশিত করবেন।'