অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালেই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হাদি হত্যার মতো নৃশংস ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কোনোভাবেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলাটি তদন্তের সময় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মারিয়া আক্তার লিমাসহ একাধিক ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি চারজন সাক্ষীও একই ধারায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

তিনি আরও জানান, তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা, ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে পাওয়া গুলির খোসা ও বুলেট, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। এছাড়া প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেকও উদ্ধার করা হয়েছে, যা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম দ্রুত এগোচ্ছে। তাঁর আশা, আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৬) মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা পুরোপুরি উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তদন্তের স্বার্থে সব তথ্য একসঙ্গে প্রকাশ করা যাচ্ছে না, তবে ন্যায়বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে এবং অপরাধীরা কেউই পার পাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে