কাপাসিয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ পিএম
কাপাসিয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন। গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাবেক সদস্য সচিব মীর মাসুদ করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন সরকার প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক ইউনিয়নের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র ও কম্বল সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। এর আগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী সহ দলীয় ব্যক্তিদের সুস্থতা এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে