দৌলতপুরে শান্তিপূর্ণ পরিবেশ জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম
দৌলতপুরে শান্তিপূর্ণ পরিবেশ জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

কুষ্টিয়ার  দৌলতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি এবং অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ ডিসেম্বর)  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তত্ত্বাবধানে  দৌলতপুর পাইলট বিদ্যালয় ও দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি এবং  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রেজওয়ানুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে ইবতেদায়ী ও দাখিল বৃত্তির প্রথম দিনের পরিক্ষা শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।  সকাল ১০ টার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়ে১টার সময়শেষ হয়।

জুনিয়র বৃত্তির প্রথম দিনের বাংলা পরীক্ষায় মোট ১১১৪ জন পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১৯ জন। এবতেদায়ী ৫২ জন পরিক্ষার্থীর মধ্যে ৯ জন ও  দাখিল জুনিয়রে ৪২ পরিক্ষার্থীর মধ্যে ৩ জন। 

পরীক্ষা চলাকালীন সময়ে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে। প্রশাসন, শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় তদারকি করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা জানান, বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে তাদের আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে