ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী রনি মনোনয়ন পত্র জমা দিলেন

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৮ পিএম
ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী রনি মনোনয়ন পত্র জমা দিলেন

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক ৩ বারের সংসদ সদস্য শহীদুল ইসলাম মাষ্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রোববার বিকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল,মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা বিএনপির নেতা এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার বাবা মরহুম শহীদুল ইসলাম মাষ্টার এই এলাকার মানুষের সাখ-দুঃখে আজিবন পাশে ছিলেন। তার অদর্শ অনুসরণ করেই আমি রাজনীতি করছি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।

আপনার জেলার সংবাদ পড়তে