ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীসহ বিশেষ শ্রেণির ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট নিবন্ধনকারী সংখ্যা পৌঁছেছে নয় লাখ ২৬ হাজার ৭০ জনে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত এই নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তিন লাখ ৩৩ হাজার ২০৬ জন। বাকি নিবন্ধন এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। লিঙ্গভিত্তিক হিসাবে আট লাখ ২৭ হাজার ৮৬৫ জন পুরুষ এবং ৯৮ হাজার ২০৩ জন নারী ভোটার অ্যাপে নাম নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটারদের ভোটাধিকার সহজ করতে এবারই প্রথম আইটি সমর্থিত পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে, যা চলবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, সময় শেষ হওয়ার আগ পর্যন্ত নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে।
নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, হংকংসহ আফ্রিকা, ইউরোপ, এশিয়া ও আমেরিকার বহু দেশে। ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি। পোস্টাল ভোট ব্যবস্থা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।