পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গড়া- ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় হাসান জাফর তুহিনের সহধর্মিনী নিলুফার জাফির,বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,অধ্যক্ষ আব্দুর রহিম কালু, জহুরুল ইসলাম বকুল,আব্দুল হাকিম খান,জাফর ইকবাল হিরোক,আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ মাহমুদুল আলম, আতাউর রহমান তোতা, গোলাম মাওলা,ভিপি সেলিম রেজা, শেখ জিয়ারুল হক সিন্টু, লিখন বিশ্বাস, আব্দুল কুদ্দুস রেজা,শামসুর রহমান শামস, নুরুল করিম খান আরজ,যুবদল নেতা গোলজার হোসেন, কৃষকদলের নেতা নিক্সন, রেজাউল করিম সরকার, হারুন অর রশিদ,সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের বলেন বিএনপির নেতাকর্মী সমর্থক অসাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখে আছেন। যারা এখনো ধানের শীষের বিরুদ্ধে ও দলের বিরুদ্ধে অবস্থান করছেন তাদের বোধোদয় হবে, তারা দ্রুত আমাদের সাথে এসে এই এলাকার মানুষের সাথে থাকবে। যার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।