মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আজাদ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫০ পিএম
মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আজাদ

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) জাতীয় সংসদ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

সোমবার দুপুরে তিনি লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা ববি মিতুর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি লৌহজং ও টংগিবাড়ীর সর্বস্তরের জনগনের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে