আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার বিকেলে ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মনোনয়ন দাখিল করেছেন। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন উক্ত প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা উপস্থিত ছিলেন।
জানা যায়, ফরিদপুর-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সোমবার সকালে ভাংগা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে একই দিন বিকেলে চরভদ্রাসন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের ছায়া কপি দাখিল করেন। এ মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত প্রার্থীর সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোদ্দারেস আলী ঈসা, বিএনপি নেতা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, খন্দকার ইকবাল হোসেন সেলিম ও ওয়াহিদুজ্জামান মোল্যা। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন, শাহজাহান শিকদার, কে.এম ওবায়দুল বারী দীপু, আব্দুল কুদ্দুস বাদশা ও আব্দুল কুদ্দুস প্রমূখ।