গাজীপুর -৪ আসনে বিএনপি -জামায়াতে ইসলামী সহ ৬ জনের মনোনয়নপত্র দাখিল

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
গাজীপুর -৪ আসনে বিএনপি -জামায়াতে ইসলামী সহ ৬ জনের মনোনয়নপত্র দাখিল
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব ( কাস্তে), আমজনতা পার্টি মনোনীত জাকির হোসেন (প্রজাপতি), চরমোনাই মনোনীত কাজিম উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির (লাঙ্গল) মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর দপ্তরের কর্মকর্তারা ৬ জনের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১২:৫০ টায় বিএনপি দলীয় মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে বিকাল ৩টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আরো ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা সকলেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রশাসন সবাইকে সমান সুযোগ দিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন বলে আশা করেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন এ দপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ সময পর্যন্ত তিনি মনোনয়নপত্র দাখিল করেন নি।
আপনার জেলার সংবাদ পড়তে