সাংবাদিককে হত্যার চেষ্টা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থেকে অতিসম্প্রতি জামিনে এসে ফের সাংবাদিক কেএম সোহেব জুয়েলকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক জুয়েল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলার গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক। বুধবার সকালে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত আলী আহম্মদ খলিফার ছেলে সাংবাদিক জুয়েল অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক ক্যাডার ও র্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের মোর্শেদ হাওলাদার ও তার সহযোগিরা ২০২২ সালের ২৭ মার্চ প্রকাশ্যে আগরপুর বন্দরে বসে তার (জুয়েল) ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় সন্ত্রাসী মোর্শেদ ও তার সহযোগি নান্নু খানের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক জুয়েল আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে সন্ত্রাসী মোর্শেদ ও তার সহযোগি নান্নু দীর্ঘদিন দেশ ছেড়ে আত্মগোপন করেন। অতিসম্প্রতি তারা ওই মামলা থেকে আগাম জামিন নিয়ে দেশে ফিরে ফের আমাকে (জুয়েল) হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকির মুখে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন সাংবাদিক কেএম সোহেব জুয়েল ও তার পরিবারের সদস্যরা।