বাউফলে শ্রমিকের লাশ উদ্ধার

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:১০ পিএম
বাউফলে শ্রমিকের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  আজ (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে শ্রমিকের লাশ উদ্ধার হয়। খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।

ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, খলিল মৃধা মানসিক ভারসম্যহীন থাকায় তার স্ত্রী তিন মেয়েসহ অন্যত্র থাকার কারণে তিনি (খলিল) মায়ের সঙ্গে থাকতেন। ঘটনার দিন সকালে খলিল তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামে এক নারী কাঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে