জুলাই গণহত্যার সাথে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং মিথ্যা হয়রানিমুলক মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল পৌর শাখা। ৮ জানুয়ারি বুধবার, টাঙ্গাইল পৌর শাখার সম্পাদক আবদুল্লাহ আল মুনঈমের সঞ্চালনায় এবং আহবায়ক আদিবা হুমায়রার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা ফাতেমা রহমান বীথি বক্তব্যে বলেন- ২৪ এর অভ্যুত্থানের পর সারাদেশে আন্দোলনে যুক্ত থাকা সাধারণ ছাত্র- জনতার নামে মিথ্যা মামলা করা হচ্ছে যার ফলে প্রকৃত অপরাধীরা মিথ্যা মামলার সুযোগ ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমার দেখতে পেলাম গত ৪ জানুয়ারি শহর ছাত্রলীগের সন্ত্রাসী তানজিল সহ তার দোসররা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মিছিল করেছে। জুলাইয়ের স্পিরিট যদি আমরা ধরে রাখতে চাই তাহলে জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধ ও ২৪ এর আকাঙ্ক্ষা একই সূত্রে গাঁথা।জনগণের জন্য সাম্য,মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে এই মুহুর্তে প্রয়োজন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর। সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মামলার আসামী নিলয় আহমেদ বলেন, গত কয়েকদিন আগে জয়নাল আবেদীন নামক ব্যক্তি আমার এবং আমার একজন কর্মচারীর নামে মামলা করে। কিন্তু আমি নিজে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমার বাসায় রাতের বেলা অতর্কিত হামলা করা হয় এমনকি চাঁদা পর্যন্ত চাওয়া হয়। আমি প্রশাসনকে বলতে চাই আমাদের মতো ছোট ব্যবসায়ীর নামে এই মিথ্যা মামলা করে হয়রানি করবেন না। অভ্যুত্থানে আহত ছাত্র সাদী রহমান সাদ বলেন, আমরা যারা রক্ত দিয়েছি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই বাংলাদেশে গত ৫ মাসেও কোন পরিবর্তন আমরা দেখতে পাই নি। আমাদের এতো ত্যাগের বিনিময়ে স্বৈরাচার পতন করেও যদি কোন পরিবর্তন আমরা দেখতে না পাই তাহলে এই সংগ্রামের মূল্যায়ন হবে না। ছাত্র ফেডারেশন পৌর শাখার আহবায়ক আদিবা হুমায়রা বলেন, আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটালেও ফ্যাসিস্ট ব্যবস্থার পতন ঘটাতে পারি নি। এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন না ঘটানো পর্যন্ত আমদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মান সম্ভব না। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মিথ্যা মামলার ভুক্তভোগী তাওহীদ ইসলাম।আরো বক্তব্য রাখেন জেলা কমিটির প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীল,দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর শাখার সদস্য আনিক হাসান,শিশিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।