যশোর - ২ আসনে ১০ প্রার্থীর মধ্যে দু'জন বিএনপির স্বতন্ত্র প্রার্থী

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম
যশোর - ২ আসনে ১০ প্রার্থীর মধ্যে দু'জন বিএনপির স্বতন্ত্র প্রার্থী

সোমবার (২৯ ডিসেম্বর) যশোর - ২ (ঝিকরগাছা - চৌগাছা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। এদের মধ্যে দুই জন রয়েছেন বিএনপি'র সাবেক দুই নেতা। তারা হলেন যশোর জেলা বিএনপি নেতা এড: মোহাম্মদ ইসহ্ক এবং চৌগাছা বিএনপি'র সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

যশোর - ২ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন - বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মোছাঃ সাবিরা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা: মোঃ মোসলেহ উদ্দিন ফরিদ, জাতীয় পার্টির ফিরোজ শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র ইদ্রিস আলী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রিপন মাহমুদ।

এছাড়া বিএনপি'র দুই নেতা এডভোকেট মোঃ ইসহাক এবং জহুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অন্য স্বতন্ত্র প্রার্থী হলেন মেহেদী হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে