বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করেন। খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম ও দুপুরে তাঁর রূহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়ার সময় অনেকেইে কান্নায় ভেঙে পড়েন।
পিরোজপুর- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশ মাতা হাসপাতালে থাকলেও আমরা মনে করতাম আমাদেও মাথার উপর ছায়া আছে। আমরা এখন অভিভাবক শূন্য হয়ে গেলাম। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কাঁদতে কাঁদতে বলেন, পৃথিবীর কোনো সংবাদই আমাদেরকে এতটা আহত করতে পারে নাই আজকে পুরো জাতি শোকাহত। তিনি বলেন, তাঁর জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে লালন করতে পারি। জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান জানান, আমরা যারপর নাই শোকাহত। দোয়া করি দেশমাতাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন।