খুলনার ডুমুরিয়ায় সিএনজি গ্যাস অবৈধ ভাবে সিলিন্ডারে ভরে রান্নার কাজে বিক্রির অপরাধে একটি সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা এবং ১৭৬ টি সিলিন্ডার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন'র নেতৃত্বে এ অভিযান অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদরের মেসার্স এ.লতিফ ফিলিং স্টেশনে দীর্ঘ ধরে যানবাহনের জ্বালানী হিসেবে ব্যবহ্নত ফিলিং স্টেশনের গ্যাস অবৈধ ভাবে বোতল জাত করে রান্নার কাজে বিক্রি করে আসছে। মঙ্গল বার গোপন সংবাদের ভিত্তি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১৭৬ পিচ গ্যাস সিলিন্ডার জব্ধ করা হয়। এ সময় ফিলিং স্টেশন মালিককে ১লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। আদালত পরিচালনায় সহায়তা করেন ডুমুরিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মাসুদুল ইসলামসহ অন্যান সেনা সদস্যবৃন্দ। এর আগে একই অপরাধে ওই ফিলিং স্টেশনে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, দীর্ঘদিন ধরে যানবাহনে ব্যবহৃত সিএনজি গ্যাস অবৈধ পন্থায় সিলিন্ডারে ভরে বাসা বাড়ির রান্নার কাজে বিক্রি করে আসছে ওই ফিলিং স্টেশন। রাতের আঁধারে এই গ্যাস বাসা-বাড়ির সিলিন্ডারে সরবরাহ করা হয়। যদিও যানবাহন ছাড়া ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে ঠকছে গ্রাহক আর রাজস্ব হারাচ্ছে সরকার। সিলিন্ডারে কতটুকু গ্যাস দেয়া হচ্ছে তার নেই কোন সঠিক পরিমাপ যন্ত্র। তাছাড়া ফিলিং স্টেশনের গ্যাস খোলা সিলিন্ডারে ভরে রান্না কাজে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় আশংখা থাকে ভয়াবহ বিস্ফোরণ।