গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৫২ পিএম
গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

পলাশবাড়ী উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে মাহাফুজ মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। স্বজনরা জানান, সকালের দিকে মাহফুজ মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে