কাহারোলে শিক্ষার্থীদের মাধে বই বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম
কাহারোলে শিক্ষার্থীদের মাধে বই বিতরণ

দিনাজপুরের কাহারোলে  প্রাথমিক বিদ্যালয়-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩৬ হাজার ৮শত ৮ জন ছাত্র-ছাত্রী নতুন বই পেয়েছেন । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেএমএ মোঃ জিন্নাত আলী জানায়, অত্র উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২১ টি বে-সরকারি কিন্ডার গার্টেন এবং ১টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সহ ১৪৩ টি বিদ্যালয়ে ১৯ হাজার ৫০ জন ছাত্র-ছাত্রীরা ২০২৬ শিক্ষা বর্ষে নতুন বই পেয়েছেন। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম জানান, কাহারোল উপজেলা ৬টি ইউনিয়নে ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ হাজার ১৩১জন ছাত্র-ছাত্রী  ও ১৫ টি মাদ্রাসার ৪ হাজার ৬২৭ জন জন ছাত্র-ছাত্রী এ বছর নতুন বই পেয়েছেন। তবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব বই এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে সরবরাহ না করার কারণে ছাত্র-ছাত্রীদের হাতে অবশিষ্ট্য বই তুলে দেওয়া যায়নি। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে বাকি অন্যান্য সব বইগুলো পেয়ে যাব এবং বই পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিতরণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে