নীলফামারীর সৈয়দপুরে সরকারের দেয়া বিনামুল্যের বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে ওই বই বিতরণ করেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে আনন্দে যেন আত্মহারা শিক্ষার্থীরা। সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজে আয়োজন ছিল সরকারের দেয়া বিনামুল্যের বই বিতরণ অনুষ্ঠান। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম জানান, সরকারি বিনামুল্যের বই হাতে পেয়ে তা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেই। নতুন বই হাতে পেয়ে অত্যন্ত খুশি শিক্ষার্থীরা। তিনি বলেন,শিক্ষাবর্ষের প্রারম্ভে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের স্কুল শাখা এবং কিন্ডারগার্টেন শাখার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। সাথে শিক্ষার্থীদের সচেতন করা হয় সরকারি বইগুলোর যত্ন নেয়ার কথা। ভালভাবে লেখাপড়ার কথা। খাদবিহিন লেখাপড়া করে সমাজ তথা দেশের স্বার্থে কাজ করার কথা। শিক্ষা গ্রহণের পাশাপাশি একজন সৎ চরিত্র বান নাগরিক হয়ে মানুষের সেবা করার কথা। এ সময় প্রশিক্ষানের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন,বছরের শুরুতেই আমরা প্রতিষ্ঠান প্রধানদের কাছে চাহিদা অনুযায়ি বই পৌঁছে দেই। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে তা বিতরণ করেন।