ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম
ইসলামী ছাত্র আন্দোলনের  নতুন কমিটি ঘোষণা

নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর জেলা আইসিএবি মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন ছিল। ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ জাকারিয়া হোসেন সভায় সভাপতিত্ব করেন। এটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তারিক বিন আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আলী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন। সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মাদ ফয়জুর রহমান বাপ্পী, সহ-সভাপতি তারিক বিন আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সাজু। দায়িত্ব গ্রহণের পর সভাপতি বাপ্পী বলেন,আমরা দেশের এবং দেশের মানুষের জন্য ভাল কাজ করে যেতে চাই। ইসলামী নিয়ম কানুন মেনে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। আর এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।