বেগম খালেদা জিয়ার শাসনামলেই প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২ জানুয়ারী, ২০২৬, ১১:৫৭ এএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ১০:৫৬ এএম
বেগম খালেদা জিয়ার শাসনামলেই প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাত ধরেই বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালের পহেলা জানুয়ারি তিনি দেশের পঞ্চম প্রশাসনিক বিভাগ হিসেবে বরিশাল বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন। যা তার শাসনামলেই বাস্তবায়িত হয়েছে। একই সময়ে বরিশাল বিমানবন্দরের নির্মাণকাজ শুরু করা হয় এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া নিজেই এর উদ্বোধণ করেছেন। তার শাসনামলে দেশের পঞ্চম সিটি করপোরেশন হিসেবে বরিশাল সিটি করপোরেশন গঠিত হয়। এছাড়াও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়েরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম শেষে দোয়া ও মিলাদের পূর্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিএনপির নেতৃবৃন্দরা বরিশালের উন্নয়নের ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে আরও বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার, বরিশাল সার্কিট হাউজ, বরিশাল জেলা জজ আদালত ভবন উদ্বোধণ করেছেন। তার উদ্যোগে বরিশাল শিক্ষা বোর্ড, বিকেএসপি, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদের আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের তার নিজ বাড়ির আঙ্গিনায় পহেলা জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেছেন-নদীবেষ্টিত বরিশালে বেগম খালেদা জিয়া বারবার সফর করেছেন।তিনি লঞ্চে করে মুলাদী, হিজলা, বাকেরগঞ্জসহ প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। বরিশাল বিভাগের ইতিহাসের সাথে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠিত স্মরণ সভায় বিএনপি নেতা শহিদুল আলম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বিএনপি নেতা জামিল হোসেন পানু প্রমুখ। সবশেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে