মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫ পিএম
মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের নিদের্শনা অনুসারে গত বৃহস্পতিবার অনারম্ভ ভাবে   বই বিতরন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম এর মাতা জাহানারা বেগম এর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাছাড়া সাবেক প্রধান মন্ত্রীর  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমার বিদেহী  আত্মার মাগফিরাত কামনা করা হয়ে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাতেমা খামন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সমাজ কর্মী মোহাম্মদ আবদুল হালিম। শিক্ষক নয়ন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরন অনুষ্ঠানে  শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতা রানী ধর, তানজিন ইয়াছমিন, কামরু নাহার,সৈয়দা তাহমিনা নাসরিন, জান্নাতুল নুরাইন ও চনি আকতার প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে বিপুল সংখ্যক অভিভাবক ও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে