কাপাসিয়ায় শিক্ষানুরাগীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৮ পিএম
কাপাসিয়ায় শিক্ষানুরাগীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার রফিকুল ইসলাম খানের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার দুপুরে ঈদগাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণসভা হয়। মাস্টার রফিকুল ইসলাম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তোফাজ্জল হোসাইন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। সংগঠনের সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, তরগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ বদরুজ্জামান বেপারী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ। পরে মরহুম রফিকুল ইসলাম খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ঈদগাহ  উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক উত্তর খামের ঈদগাহ মাঠের খতিব মাওলানা মোরশিদুর রহমান। জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম রফিকুল ইসলাম খান বাবু মাস্টার ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক, কৃতি ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে