শত অত্যাচারের পরও দেশ ছাড়েননি বেগম জিয়া: মির্জা আব্বাস

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ পিএম
শত অত্যাচারের পরও দেশ ছাড়েননি বেগম জিয়া: মির্জা আব্বাস
ছবি, সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শত অত্যাচার সহ্য করেও দেশের স্বার্থে, মানুষের স্বার্থে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ (২ জানুয়ারি) জুমার নামাজের পর খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের নেতত্বে মহানগরের বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মী সেখানে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এই সময় অনেককে কাঁদতে দেখা গেছে।

মির্জা আব্বাস বলেন, ম্যাডামের জন্য দোয়া করতে এসেছি। আল্লাহতালা উনাকে বেহেস্তে নসিব করুন। এটা দুঃখ যে, সব স্বাভাবিক মত্যুকে মেনে নেওয়া যায় কিন্তু এই মত্যুটাকে মেনে নিতে কষ্ট হচ্ছে এই কারণে যে, উনাকে অযথাই অত্যাচার করে অনাচার করে বিনা চিকিৎসায় এবং অলমোস্ট এই জায়গা থেকে বলাটা ঠিক না তারপরও বলছি সেটা হল তাকে কারাগারে এমন কিছু করা হয়েছিল স্লো পয়েজনিং যাতে উনি বেঁচে না থাকেন।এই যন্ত্রণাটা উনার সহ্য কঠিন ছিল। তারপরও দেশের মানুষের দিকে তাঁকিয়ে সব কিছু সহ্য করেছিলেন। আজকে উনারই আন্দোলনে, উনারই ত্যাগে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছে। আজকে গণতন্ত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শুধু উনি সেই গণতন্ত্র দেখে যেতে পারলেন না সেটাই বড় দুঃখ।

হাসপাতালে চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়।

আপনার জেলার সংবাদ পড়তে