খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ পিএম
খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

আশাশুনি উপজেলার খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার ইউনাইটেড সেকেন্ডারী স্কুল খাজরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সহায়তা প্রদান করে। ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী অসচ্ছল ও মেধাবী তিন জন শিক্ষার্থীকে বোর্ড ফিসসহ ফরম ফিলাপের সমুদয় অর্থ সহায়তা প্রদান করে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড সেকেন্ডারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের নিজস্ব কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের নিজস্ব কার্য্যালয়ে সংগঠনের সভাপতি প্রভাষক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চলানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক আশিক সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইলিয়াজ হোসেন, ইউনুছ আলী, মাওঃ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক রাহাজান আলী বিশ্বাস, বিকাশ চন্দ্র মন্ডল, মেহেদী হাসান প্রমুখ ।

আপনার জেলার সংবাদ পড়তে