কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৮:০৮ পিএম
কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জ্জ ডাঃ শেখ আকছেদুর রহমান।  সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুঈদ, সহকারী শিক্ষক আহ্ছান কবীর টুটুল, মোঃ হাবিবুল্লাহ, মোঃ মাহবুবুর রহমান, অবকাশ চন্দ্র খাঁ, মোঃ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, ঝর্ণা খাতুন, শিরোপা শিরিনসহ শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।