এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :

সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩০ পিএম
সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার বাদ আছর এলকে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালে আহম্মেদ সলুর সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজনসহ দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। এদিকে, সপ্তাহব্যাপী শোক কর্মসূচির চতুর্থ দিনে শুক্রবার বাদ জুমা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মাওলানা মামুনুল হক মোনাজাত পরিচালনা করেন। জুমার নামাজে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক মুসল্লিও দোয়া মাহফিলে অংশ নেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদয় দুই  ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইদিন বিকেলে বাদ আছর লায়ন আসলাম চৌধুরীর নিজ বাড়িতে পৃথকভাবে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে