কালীগঞ্জে এক দিনে কুকুরের কামড়ে ৭ জন আহত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৫ পিএম
কালীগঞ্জে এক দিনে কুকুরের কামড়ে ৭ জন আহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সড়কে কুকুরের কামড় খেয়ে এক দিনে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা জলাতঙ্ক রোধে টিকা ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথমে সকাল সাড়ে ৮টায় কুকুরে কামড় দেওয়া রোগী বলিদা পাড়ার আমিরুল (৬০) হাসপাতালে আসেন। এরপর একে একে রোগী আসতে থাকেন। দুপুর ১টা পর্যন্ত কুকুরের কামড়ের শিকার ৭ রোগী চিকিৎসা নেন। সবাই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।  হাসপাতালের রেজিস্টার খাতায় দেখা গেছে, বলিদাপাড়ার আমিরুল (৬০), বড় তালিয়ানের সুমন বিশ্বাস (৩২), শিকার পুরের সাধন বিশ্বাস (৩২), বলরাম পুরের আরশ (২২), মোল্লাকুয়ার নজরুল ইসলাম (৬০), চাঁদপাড়া গ্রামের সাদ (৬০), নাছোহাটি গ্রামের সৈয়দ আলী (৭৫) ও চাচড়া গ্রামের ইমাম মাহাদী (০৫) কুকুড়ের কামড়ের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন।  কালীগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড় দেওয়া রুগি আসতে থাকে। তিনি বলেন, এক সাথে দুই জন কুকুরে কামড় দিয়া রুগিকে আমি জলাতঙ্ক  টিকা ও ক্ষত বেশি হওয়ায় এন্ট্রিবাইটিক দিয়েছিলাম। তাদের মুখ থেকে শুনা ঐ এলাকায় আরো ১০ জনকে কুকুরে কামড় দিয়েছে বলে ফোনে জানতে পারেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে