শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর

এফএনএস (মোঃ খকরুল আলম; শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০৪ এএম
শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর

হবিগঞ্জ জেলার  শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আগুনে পুড়ে ১৫ টি কৃষক পরিবারের বসত ঘর ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শফিক মিয়া কালের কণ্ঠকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রীরামপুর গ্রামের কৃষক সজিব মিয়ার বসত ঘরের বিদ্যুতের মিটার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে যায় সজিব মিয়া, রেনু মিয়া, লিলু মিয়া, পলাশ মিয়া, কাওসার আহমদ, ময়না মিয়া, জসিম উদ্দিন, শফিক মিয়া, ছালেমা খাতুন, আমির হোসেন,  আয়লা বানু, আক্কল আলী, আব্দুস সালামসহ ১৫ জন কৃষকের বসত ঘর। শফিক মিয়া বলেন, শুধু জীবনটা বাঁচাইতে পারছি ঘরের একটা সুতাও রক্ষা করতে পারি নাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাহিদ হোসেন।  শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবী জানিয়েছেন।