সেনবাগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০৯ এএম
সেনবাগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( নোয়াখালী - ২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনে  ধানের শীষ মার্কার প্রার্থী  সেনবাগ থেকে ৫ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ট জয়নুল  আবদিন ফারুক। ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো: ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন বাবলু, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন,উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার মনি, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য হাজ্বী সাখাওয়াত  হোসেন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন,ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক, ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়াউল হক জিয়া,সদস্য সচিব সাদ্দাম হোসেন, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ শেষে  বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও জান্নাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। এর আগে সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়ন ও বিকেলে কাদরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও জান্নাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন বেগম খালেদা জিয়া এমন এক দেশ প্রেমিক ছিলেন, যেখানে তিনি নিজের জীবন,সন্তানের মায়া সব তুচ্ছ করে দেশের জন্য,গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের মানুষ তাকে কতটা ভালোবাসেন তার জানাযা একটা বাস্তব উদাহরণ, আল্লাহ এই মহিয়সী নারীকে জান্নাত দান করুন। এ সময় তিনি প্রিয় নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল কে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানান। এদিকে বাদ মাগরিব সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সেনবাগ উপজেলা ও পৌর ছাত্রদল।  উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:সানা উল্যাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা।

আপনার জেলার সংবাদ পড়তে