আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড আইসিসিতে জমা দেওয়া হয়েছে, তবে এখনও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। ১৫ জনের চূড়ান্ত দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল ক্রমেই বেড়ে চলেছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানিয়েছেন, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করা হবে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল জমা দেওয়ার শেষ সময় ছিল শুক্রবার। নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই, তবে ৩১ জানুয়ারির পর পরিবর্তন কেবল চোটাঘাতের ক্ষেত্রে এবং টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে করা যাবে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো লজিস্টিকস ও অন্যান্য প্রস্তুতি সময়মতো সম্পন্ন করা।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘গত ৬-৮ মাসে যে স্কোয়াড আমরা খেলিয়েছি, মূলত সেখান থেকেই বিশ্বকাপ দল গড়া হয়েছে। পরিবর্তনের সম্ভাবনা খুব সামান্য। তবে বিপিএল চলাকালে কেউ অসাধারণ পারফরম্যান্স করলে আমরা অবশ্যই নজর রাখব।’
দল বাছাই প্রক্রিয়া চলাকালে জাতীয় দলের দুই নির্বাচক সিলেটে গিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে আলোচনা করে। এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দল অনুমোদন করেছেন। প্রধান নির্বাচক জানান, ‘আমাদের কাজ আমরা করেছি। দল আইসিসিতে জমা দেওয়া হয়েছে। এখন কখন ও কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল প্রকাশ করবে, তা বোর্ডের ব্যাপার। আমাদের কিছু করার নেই।’
নাজমূল আবেদীন নিশ্চিত করেছেন, দল লুকিয়ে রেখে পরে ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘শিগগিরই দল জানিয়ে দেব। সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
এবারের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে উত্তেজনা, তা প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কতটা তীব্র। দলের নাম ঘোষণার পর বিপিএলের চলমান পারফরম্যান্সও বিশ্বকাপ দলকে প্রভাবিত করতে পারে, তবে প্রধান নির্বাচকরা ইতিমধ্যেই মূল ভিত্তি চূড়ান্ত করে দিয়েছেন।