আজিজুল তামিমের নেতৃত্বে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০২:০০ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২০২৬ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন আজিজুল হাকিম তামিম, যিনি সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তার ডেপুটি হিসেবে থাকছেন জাওয়াদ আবরার, যিনি এশিয়া কাপের সময়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

জাওয়াদ ৪ ম্যাচে ২২৪ রান করেছেন প্রায় একশ স্ট্রাইকারেটে। বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার শাহরিয়ার আহমেদ, ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। এছাড়া স্কোয়াডে আছেন রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী অলিন, সাদ ইসলাম ও আল ফাহাদ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৪ ম্যাচে রিফাত বেগ করেছেন ১১৭ রান, অলিন ১০৩ রান।

২০২৬ বিশ্বকাপ বসবে নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে। বাংলাদেশ প্রথম ম্যাচে ১৭ জানুয়ারি মুখোমুখি হবে গ্রুপের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। দেশ ছাড়ার কথা রয়েছে আগামী রোববার রাতে, তার আগে শনিবার হবে অফিসিয়াল ফটোসেশন। বিসিবি শুক্রবার এক বিবৃতিতে দল ঘোষণা ও এই প্রস্তুতির তথ্য জানিয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

আপনার জেলার সংবাদ পড়তে