ময়মনসিংহের ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিমের মাতা তছিরন নেছা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ জানুয়ারি) রাত পোনে ১১টার দিকে পৌর শহরের দরিরামপুরস্থ ৯নং ওয়ার্ডের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় দরিরামপুর ব্র্যাকের মোড় এলাকায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। সাংবাদিক মোহাম্মদ সেলিমের মমতায়ী মা তছিরন নেছার মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন ত্রিশাল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।