আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২আসনে ৫জন সংসদ সদস্য পদপ্রার্থী মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং ১জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শাহেদ মোস্তফা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং গণফোরাম মনোনীত প্রার্থী সেখ নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।