“প্রযুক্তি ও মমতায় কল্যান ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহর উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে ছিলো র্যালী ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা। সমাজসেবা কর্মকর্তা জানান,চাটমোহরে সামাজিক নিরাপততা কার্যক্রমের আওতায় বিভিন্ন স্তরে ভাতা প্রদান করা হচ্ছে। এরমধ্যে ১০ হাজার ৫৭জনকে বয়স্ক ভাতা,৪ হাজার ৮৪৩জনকে বিধবা ও স্বামী নিগৃহিত ভাতা,৫ হাজার ৩২০জনকে প্রতিবন্দ্বী ভাতা,৮ জনকে হিজড়া ভাতা,৮৫জনকে প্রতিবন্দ্বী শিক্ষা উপবৃত্তি,অনগ্রসর জনগোষ্ঠি ভাতা ১৪৭জন,প্রান্তিক জনগোষ্ঠি ৯১৮ জন,৭টি বেসরকারি এতিমখানার ১১১জন এতিমকে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া রয়েছে উপজেলা রোগি কল্যাণ সমিতি,বিভিন্ন রোগের অনুদান প্রদান,স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাংবাদিক বেলাল হোসেন স্বপন,হাফেজ মোঃ জাহিদুল ইসলাম,মৌলিক ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক আনিসুল ইসলাম,প্রতিবন্ধী ভাতাভোগী সঞ্জয় কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের দপ্তর প্রধান,সাংবাদিক,সুধিজন ও শতাধিক সফলভোগী উপস্থিত ছিলেন।