নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের যৌথ আয়োজনে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার বেলা ১১ টায় একটি র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে আত্ন-অনুসন্ধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, আড়ানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবর রহমান, ধামইরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের সভাপতি মো. ফেরদৌস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, মোকসেদ আলী, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। পরে বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।