কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, এডিসি জেনারেল মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ-৪ আসনে হলফনামা ও সমর্থক সংক্রান্ত ত্রুটির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে বিএনপি, জামায়াত, এনপিপি, ইনসানিয়াত বিপ্লব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ-৫ আসনে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও সমর্থকের তথ্য সঠিক না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ-৬ আসনে সম্পদ, ঋণ ও অন্যান্য তথ্য অসম্পূর্ণ থাকায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপি, ইনসানিয়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল ও গণফোরামের মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা যায়। রোববার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।