জুলাই গণঅভ্যুত্থানের পর গজারিয়া উপজেলার অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে হোসেন্দী ইউনিয়নে। এই ইউনিয়নে একাধিক বার বিএনপি নেতা কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে প্রধান অতিথি করে ফুটবল ম্যাচ আয়োজন করার খবর পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় শুরু হয়েছে এলাকায়। খবর নিয়ে জানা যায়, চর বলাকী বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাই-ভাই একতার উদ্যোগে একটি একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। রবিবার (০৪ ডিসেম্বর) বিকাল তিনটায় কিকাস টর্নেডোস বনাব ব্লাডি ওয়ারিয়রস একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি পোস্টারে দেখা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাখা হয়েছে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুকে। সভাপতি ও সহ-সভাপতি রাখা হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গিয়াস এবং নাজমুল হোসেনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। বিষয়টির কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন জাহিদ বলেন, ' ৫ আগস্টের আগে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা মাঠে ছিল তারা এখন বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হয় এটা কেমন কথা! দেশের বিভিন্ন এলাকায় এমনকি গজারিয়ার অন্য ইউনিয়নে বিভিন্ন অপকর্ম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা পালিয়ে বেড়াচ্ছে ব্যতিক্রম শুধুমাত্র হোসেন্দী ইউনিয়নে। হোসেন্দী ইউনিয়নে তারা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়, এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।' এ বিষয়ে তার বক্তব্য জানতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন,' বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।