চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা হতে সাতদিনের মাথায় আবারো অস্ত্র, গুলি ও রাম দা সহ মোহাম্মদ ইফতেখার (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সে উপজেলার ৯ নম্বর পশ্চিম ঢেমশা ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের ইছামতি গ্রামের দৌলত শাহ পাড়ার ইউনুস দারোয়ানের ছেলে। রবিবার (০৪ জানুয়ারী) ভোর রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের দৌলত শাহ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উক্ত আসামির স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ির পাশের ছাগলের খামার থেকে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ২৮ ডিসেম্বর একই এলাকা হতে অস্ত্র, গুলি ও রামদাসহ সেলিম নামক আরো একজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছিল। সপ্তাহ না পেরুতেই আরেক সন্ত্রাসীর কাছে মিলল একই ধরণের অবৈধ অস্ত্র। আওয়ামী আমলে এলাকাটি পশ্চিম ঢেমশার পলাতক সাবেক চেয়ারম্যান যুবলীগ ক্যাডার সুমনের একক নিয়ন্ত্রণে ছিল। তৎকালীন এমপি আবু রেজার নদভীর শেল্টারে শত শত সন্ত্রাসী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, "অস্ত্র ও গুলিসহ ইফতেখার নামক একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগের মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে যথা নিয়মে আদালতে সোপর্দ করা হবে। ইতিপূর্বেও একই এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছিল।"