সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর এসেছে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ছয় মাসের জন্য স্থগিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর ফলে আপাতত সঞ্চয়পত্রে আগের সুদের হারই বহাল থাকছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার সকালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে একটি নথি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। নথিটি পর্যালোচনা শেষে তাতে স্বাক্ষর করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই স্বাক্ষরের মাধ্যমেই সুদের হার কমানোর সিদ্ধান্ত কার্যত স্থগিত হয়ে যায়।
সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর আলোচনা ঘিরে সাধারণ বিনিয়োগকারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষ, মধ্যবিত্ত পরিবার ও নির্ভরশীল শ্রেণির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই আশঙ্কা করছিলেন, সুদ কমলে তাদের মাসিক আয় ও ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
এ অবস্থায় সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় হঠাৎ করে সুদের হার কমানো হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করত। ছয় মাস সময় নিয়ে বিষয়টি পুনরায় মূল্যায়নের সুযোগ থাকায় সরকার আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবে।
এর ফলে এখনই সঞ্চয়পত্রে বিনিয়োগ বা বিদ্যমান বিনিয়োগ ভাঙা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে না সাধারণ গ্রাহকদের। আগের নিয়মেই সুদ পাওয়া যাবে, যা অনেকের জন্য আর্থিক স্বস্তির কারণ হয়ে উঠেছে।