সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়ের পরিবর্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৬ পিএম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়ের পরিবর্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে। আগে সকালে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনা করে সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে করে দেশের লক্ষাধিক চাকরিপ্রত্যাশীর প্রস্তুতি ও যাতায়াত ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আগে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং সারাদেশে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকাল থেকে বিকেলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সময় পরিবর্তন হলেও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নির্দেশনা অপরিবর্তিত থাকবে। তাঁর ভাষায়, “সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য।”

এবারের নিয়োগে প্রতিযোগিতার চিত্র বেশ কঠিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপ মিলিয়ে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সেই হিসাবে প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা বিকেলে শুরু হলেও পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। কেন্দ্রে প্রবেশ, তল্লাশি এবং নিষিদ্ধ সামগ্রী সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মানা হবে বলে জানানো হয়েছে। নিয়োগকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার আশ্রয় না নিতে প্রার্থীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে