পাটকেলঘাটার বালিয়াদহ দেবুতলা পুরাতন কালভাট এখন মরণফাঁদ

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ পিএম
পাটকেলঘাটার  বালিয়াদহ  দেবুতলা পুরাতন কালভাট এখন মরণফাঁদ

বালিয়া দহা দেবুতলা নসমক স্থানে পুরাতন কালভাট টি এখন মরণফাঁদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও দেখেনা। যার কারণে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। গত দুদিন আগে এক  মোটরসাইকেল চালক  রাতের আঁধারে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। ওই পথচারীর পা ভেঙে যায় এবং মোটরসাইকেলটি তছনছ হয়ে যায় হয়ে যায় । যার কারণে পথচারীরা এই সড়ক দিয়ে  জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করতে  হচ্ছে। সারাদিন ঘুরে দেখা গেছে উক্ত স্থানে গত কয়েক মাস আগে তালা উপজেলা এলজিডির অর্থায়নে একটি নতুন করে কালভাট   করা হয় । কিন্তু পুরাতন কালভাট টি  এই স্থানে রয়ে যায়। বর্তমানে ওই কালভাট টি এখন  মরণ ফাঁদে পরিণত হয়েছে । প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । বালিয়া দোহা ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান উক্ত কালভাট টি এখন  মরণ ফাঁদে পরিণত হয়েছে। কিন্তু দেখার কেউ নেই। পথচারী কালাম জানান বালিয়া দোহা থেকে মাদরা এই সড়কের প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। শুধু তাই নয় ইজি বাইক  ভ্যান মোটরসাইকেল বিভিন্ন ধরনের ইঞ্জিন ভ্যান  সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। বালিয়াদহা গ্রামের  মাঈনউদ্দিন জানান মাইন উদ্দিন জানান এই রাস্তার দুপাশে হাজার হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে । ঘেরের মাস শেষ হয়ে গেলে কৃষকরা ওই ঘেরের মধ্যে  ধান লাগিয়ে থাকে। কৃষকরা তাদের বছরের খাবার ওই ঘের থেকে  সংগ্রহ করে থাকে। এ বিষয়ে তালা উপজেলা এলজিইডি কর্মকর্তা রথীন্দ্রনাথ হালদার সাংবাদিকদের জানান ওই সময় যখন কালভার্টটি নির্মাণ করি  তখন স্থানীয় জনগণকে বলেছিলাম  আগে পুরাতন কালভার্ট টি ভাঙতে হবে কিন্তু সাধারণ জনগণ সেটা না ভাঙতে দিয়ে নতুন করে কালভাট নির্মাণ করতে বলে । এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তবে দ্রুত পুরাতন কালভাট টি সংস্কার না করলে প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তাই বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের তদন্তপূর্বক পুরাতন কালভার্টটি সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াতে রাস্তা  সহজ করবে এটাই প্রত্যাশা ।

আপনার জেলার সংবাদ পড়তে