তীব্র শীতে যখন বিপর্যস্ত নীলফামারীর অসহায় ও শীতার্ত মানুষ। তখন তাদের পাশে এসে দাঁড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় গিয়ে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। রোববার রাতে নীলফামারী শহরের ডাকবাংলো কবরস্থান এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা, আল মদিনা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, দারুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা ও এতিমখানায় শিক্ষারতদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। একই রাতে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও পথচারী অসহায় মানুষদের মাঝেও অতিরিক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে জেলা প্রশাসক বলেন, শীতের এই কঠিন সময়ে একটি কম্বল শুধু শীত নিবারণের উপকরণ নয়, এটি অসহায় মানুষের জন্য একটু উষ্ণতা ও নিরাপত্তার বার্তা। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শীতের প্রকোপ চলাকালে জেলার বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়ভাবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা বলেন, গভীর রাতে নিজে উপস্থিত হয়ে এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ জেলা প্রশাসকের মানবিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত। মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের এই দৃষ্টান্ত নীলফামারীতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহল।