ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত প্রায় ৩২ লাখ টাকা রয়েছে, যার মধ্যে ২০ লাখ টাকা তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ব্যবহার করবেন। এছাড়া প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা ধার নেবেন তিনি।
রুমিন ফারহানা বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত। তিনি দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিলে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়। তবুও রুমিন ফারহানা ভোটে অংশ নিতে অনড় রয়েছেন।
হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের এই আইনজীবীর ২০২৫ সালের বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা। তিনি উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক। তার কাছে ১০ ভরি স্বর্ণও রয়েছে। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামার সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৫ সালের আয় প্রায় ২২ গুণ বেড়েছে। ২০১৯ সালে তার বার্ষিক আয় ছিল চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থীত্ব এই এলাকায় ভোটের পরিসরকে পরিবর্তন করতে পারে। বিশেষ করে দলের মনোনীত প্রার্থীর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।