চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ডে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ সুরভী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৬ পিএম | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৬ পিএম
চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ডে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ সুরভী

জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকার কারণে পরিচিত মুখ হয়ে ওঠা তাহরিমা জান্নাত সুরভীকে চাঁদাবাজির একটি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা মামলায় শুনানি শেষে এই আদেশ আসে।

গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সোমবার (৫ জানুয়ারি) রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, পুলিশ সাত দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

মামলার নথি অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিষয়টি ‘মীমাংসা’ করে দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়, এই চক্রের সঙ্গে সুরভীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের করা মামলায় সুরভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও দাবি করেছে, জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

এর আগে ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, “সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টিও তদন্তে রয়েছে।”

শুনানিতে সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, “মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। অভিযোগপত্রও দাখিল হয়নি। এর আগেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।” তিনি দাবি করেন, মামলার অনেক বিষয় এখনো প্রমাণসাপেক্ষ।

একুশ বছর বয়সী তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও লাইভের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। আদালতের আদেশের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে