গাংনীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৫১ পিএম
গাংনীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল চারটার সময় গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২০) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি (২০)। মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আকুবপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (কক্সবাজার জ ০৪-০০২১ নম্বর) রফরফ এন্টারপ্রাইজ বাসটি আকুবপুর চটকাতলা এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে বামন্দিতে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলে থাকা সিয়াম ঘটনাস্থলেই মারা যায় আর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকি কে কুষ্টিয়া নেওয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন,দূর্ঘটনার পরপরই ঘাতক বাস চালক ও চালকের সহকারীরা বাস ফেলে পালিয়ে যায়।  নিহত সিয়ামের চাচা মন্টু আলী জানান,সিয়াম ও আব্দুল্লাহ আল বাকী দুজন কুষ্টিয়ায় একটি কলেজে পড়ালেখা করে সেখান থেকে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। দুজনই এইচএসসি ২য় বর্ষের ছাত্র। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিয়ামের মরদহ উদ্ধার করা হয়েছে। আব্দুল্লাহ আল বাকীর মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে