সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সাবেক এমপি খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা ২০ একর জমি, পাঁচ কাঠার একটি প্লট, ব্যবহৃত একটি জিপ গাড়ি এবং বিভিন্ন ব্যাংকের আটটি অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ করার (ফ্রিজ) নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত একই সঙ্গে জব্দ করা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য **‘রিসিভার’ নিয়োগ** করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় খালিদ মাহমুদ চৌধুরী ৫ কোটি ৭৩ লাখ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে থাকা ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ডে মোট ১৩ কোটি ৬৮ লাখ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। অভিযোগে বলা হয়, এসব সম্পদের একটি অংশ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের মাধ্যমে আত্মগোপনের চেষ্টা হতে পারে।

জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে দিনাজপুরের ১৮ দশমিক ০৬০৬ একর জমির মূল্য ধরা হয়েছে দুই কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৩৮৮ টাকা, ৫ দশমিক ১৪৯৪ একর প্লটের মূল্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের ভিত্তিতে নির্ধারণ করা হয়নি। উত্তরা এলাকার পাঁচ কাঠার প্লটের মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ টাকা। এ ছাড়াও তার ব্যবহৃত জিপ গাড়ির মূল্য ধরা হয়েছে ৭০ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংক হিসাব ও এফডিআর সহ সেভিংস সার্টিফিকেট অবরুদ্ধ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার স্বার্থে এই সম্পত্তি জব্দ এবং আর্থিক সম্পদ ফ্রিজ করা অপরিহার্য। খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলাটি গত বছরের ৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম দায়ের করেছিলেন। এর আগে গত বছরের ২৬ জুন একই আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে